চট্টগ্রামের ফটিকছড়িতে ধুরুং খালে গোসল করতে গিয়ে নিখোঁজ নানি-নাতনির মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা। সোমবার (১৬ জুন) বিকেলে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃতরা হলো-ওই এলাকার বদিউল আলমের স্ত্রী শাহানু বেগম (৫০) ও নাতনি মুনতাহা (৭)।
এর আগে দুপুরে কাঞ্চননগর ইউনিয়নের ছমুরহাট সানিকপুর গ্রাম ৯ নম্বর ওয়ার্ডের অংশে নানি শাহানু বেগম নাতনি মুনতাহাকে খালে গোসল করাতে নিয়ে গিয়েছিলেন। এসময় নাতনি মুনতাহা খালে সাঁতার কাটতে যায়। সাঁতার কাটার একপর্যায়ে সে ডুবে যাচ্ছিল। তাকে বাঁচাতে গিয়ে নানিও পানিতে ডুবে যায়।
স্থানীয়রা জানান, দুপুরে নানি আর নাতনি গোসল করতে গিয়ে ডুবে গিয়ে নিখোঁজ হয়েছেন। খবর পেয়ে স্থানীয়রা ছুটে গিয়ে নদীতে জাল নৌকা দিয়ে নানাভাবে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে নানি শাহানুর ও পরে নাতনি মুনতাহার মরদেহ উদ্ধার করা হয়।
পূর্বকোণ/পিআর