চলন্ত ট্রেনের ছাদে এক বগি থেকে অন্য বগিতে দৌড়াচ্ছিল এক কিশোর (১৪)! ছোটাছুটির একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুটি বগির মাঝ দিয়ে নিচে পড়ে যায়। এতে তার ডান পা’টি শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যাবার পাশাপাশি মাথায় গুরুতর চোট পায় সে।
খবরে পেয়ে ফায়ার সার্ভিস ও রেল পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা শংকটাপন্ন হওয়ায় চিকিৎসকরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে ভর্তি করান।
মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভাধীন শেখপাড়া এলাকায়। সোমবার (১৬ জুন) সকাল ৯টার দিকে চট্টগ্রাম মুখী মেঘনা এক্সপ্রেস থেকে পড়ে যায় সে।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশানের লিডার আহমদ হোসেন বলেন, ট্রেনের ছাদ থেকে এক কিশোর পড়ে গুরুতর আহত হয়েছে জানতে পেরে আমরা দ্রুত গিয়ে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। কিন্তু অবস্থা আশংকাজনক হওয়ায় চিকিৎসক তাকে চমেকে স্থানান্তর করেন।
সীতাকুণ্ড জিআরপি ফাঁড়ির ইনচার্জ এসআই আশরাফ সিদ্দিকী বলেন, ৯৯৯ এ ফোন পেয়ে জানতে পারি আনুমানিক ১৪ বছর বয়সী ছেলেটি চলন্ত ট্রেনের ছাদে এক বগি থেকে অন্য বগিতে ছোটাছুটি করতে গিয়ে পড়ে যায়। এতে তার একটি পা বিচ্ছিন্ন হয়ে এবং মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হয়। তাকে উন্নত চিকিৎসার জন্য চমেকে নিয়ে ভর্তি করানো হয়েছে। তার নামপরিচয় পাওয়া যায়নি।
সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সুমনা সুলতানা বলেন, কিশোরটির ডান পায়ের হাঁটুর নিচের অংশ হাড় ভেঙ্গে চামড়ার সঙ্গে লেগে আছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। এছাড়া কিশোরটির মাথায় গুরুতর যখন আছে। তাকে দ্রুত রক্ত দেয়া প্রয়োজন। আমরা তাকে চমেকে স্থানান্তর করেছি।
পূর্বকোণ/সৌমিত্র/জেইউ