চট্টগ্রাম রবিবার, ২০ জুলাই, ২০২৫

সর্বশেষ:

রামুতে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩, আহত ৭

রামুতে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩, আহত ৭

নিজস্ব প্রতিবেদক

১৬ জুন, ২০২৫ | ১১:১৭ পূর্বাহ্ণ

কক্সবাজারের রামুতে যাত্রীবাহী বাসের সঙ্গে ক্যাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নারী ও শিশু নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও ৭ যাত্রী।

 

সোমবার (১৬ জুন) সকাল ৮ টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামু রশিদনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন-কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের হাবিব উল্লাহ, তার ছেলে গিয়াস উদ্দিন ও রামুর পূর্ব রাজারকুলের রিমঝিম বড়ুয়া।

বিষয়টি নিশ্চিত করে রামু হাইওয়ে পুলিশের ইনচার্জ নাছির উদ্দিন জানান, কক্সবাজার থেকে চট্টগ্রামগামী পূরবী পরিবহনের যাত্রীবাহী বাস এবং ঢাকা থেকে কক্সবাজারগামী ক্যাভার্ডভ্যান রামু রশিদনগর এলাকায় পৌছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে যাত্রীবাহী বাস সড়ক থেকে খাদে পড়ে যায় আর ক্যাভার্ডভ্যানটি গাছের সঙ্গে আটকে যায়। ঘটনাস্থলে যাত্রীবাহী বাসের ৩ যাত্রী নিহত ও ৭ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পরপরই বাস ও ক্যাভার্ডভ্যানের চালকরা পালিয়ে গেছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট