কক্সবাজারের পেকুয়ার শিক্ষক আরিফ হত্যা মামলার অন্যতম আসামি মোকাম্মেল প্রকাশ মুকাকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ রবিবার (১৫ জুন) বান্দরবান জেলার লামা থানা পুলিশের একটা টিম তাকে লামা থেকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার মোকাম্মেল প্রকাশ মুকা পেকুয়া উপজেলার পশ্চিম বাইম্মাখালী এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে এবং শিক্ষক আরিফ হত্যা মামলার এজারনামীয় আসামি। আরিফ হত্যার পর থেকে সে পলাতক ছিল।
এছাড়া গত ২৯ মে সকাল ৯টার দিকে মোকাম্মেলের বাড়ির পশ্চিম পাশে একটি পরিত্যক্ত পুকুর থেকে বস্তা মোড়ানো অবস্থায় একটি দেশীয় তৈরি এলজি ও দুটি কিরিচ উদ্ধার করেছে যৌথবাহিনী।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জেল হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, পিবিআইয়ের দেয়া তথ্যের ভিত্তিতে পেকুয়ায় শিক্ষক আরিফ হত্যা মামলার একজন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি আমরা। আটক আসামিকে পিবিআই টিমের কাছে হস্তান্তর করা হবে।
উল্লেখ্য, গত ২০২৪ সালের ২৮ সেপ্টেম্বর বিকেলে পেকুয়া সেন্ট্রাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আরিফ অপহরণের শিকার হন। অপহরণের ১৪ দিনের মাথায় ১১ অক্টোবর আরিফের বাড়ির পাশের পরিত্যক্ত পুকুরে শিক্ষক আরিফের বস্তাবন্দি লাশ ভেসে উঠে। স্কুল শিক্ষক আরিফ সদর ইউনিয়নের আন্নর আলী মাতবর পাড়ার মৃত বজল আহমদের ছেলে। তার পরের দিনই পেকুয়া থানায় ১৮ জনের নাম উল্লেখ একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের ছোট ভাই মো. রিয়াদুল ইসলাম।
পূর্বকোণ/এমরান/জেইউ/পারভেজ