টেকনাফে সিনহা চত্বর সংলগ্ন স্থানে নির্মাণাধীন অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। রবিবার (১৫ জুন) বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকিব হাসানের নেতৃত্বে একদল পুলিশ এই অভিযান পরিচালনা করেন।
জানা যায়, টেকনাফ উপজেলার সাগর উপকূলীয় বাহারছড়া ইউনিয়নের শামলাপুর মেরিন ড্রাইভ সংলগ্ন নিহত মেজর সিনহা চত্বরের পশ্চিম পার্শ্বে সরকারি খাস জমিতে অবৈধভাবে স্থাপনা নির্মাণ কাজ শুরু করার সংবাদ পেয়ে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে উচ্ছেদ করে দেয়।
টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকিব হাসান জানান, কিছু অসাধু ব্যক্তি বাহারছড়া ইউনিয়নের শামলাপুর মেরিন ড্রাইভ সংলগ্ন নিহত মেজর সিনহা চত্বরের পশ্চিম পার্শ্বে সরকারি খাস জমিতে অবৈধভাবে স্থাপনা নির্মাণ কাজ শুরু করার সংবাদ পেয়ে ১৫ জুন বিকালে তার নেতৃত্বে একদল পুলিশ অভিযান পরিচালনা করে।
অভিযানে অবৈধ নির্মাণ কার্যক্রম বন্ধ করার পাশাপাশি তাৎক্ষণিক নির্মাণ সামগ্রী সরানোর ব্যবস্থা গ্রহণ করা হয়। এছাড়াও বাজারের সভাপতি ও সেক্রেটারির নিকট থেকে এ ধরনের কাজ পুনরাবৃত্তি করা হবে না মর্মে মুচলেকা নেয়া হয়।
পূর্বকোণ/কাশেম/জেইউ/পারভেজ