চট্টগ্রাম রবিবার, ২০ জুলাই, ২০২৫

সর্বশেষ:

কক্সবাজারে হোটেল থেকে আটক ৪৮ তরুণ-তরুণী

কক্সবাজারে হোটেল থেকে আটক ৪৮ তরুণ-তরুণী

কক্সবাজার সংবাদদাতা

১৫ জুন, ২০২৫ | ৫:৪৫ অপরাহ্ণ

পর্যটন নগরী কক্সবাজারের বিভিন্ন হোটেলে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ‘অসামাজিক কার্যকলাপে’ লিপ্ত থাকার অভিযোগে ৪৮ জন তরুণ-তরুণীকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে ৩৮ জন তরুণ এবং ১০ জন তরুণী রয়েছেন।

 

গত শনিবার (১৪ জুন) দিবাগত রাতে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরীর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

 

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে লাইট হাউজ এলাকার কটেজ জোনে অসামাজিক কার্যকলাপ চলছিল বলে পুলিশের কাছে অভিযোগ ছিল। সেই অভিযোগের ভিত্তিতেই এই অভিযান পরিচালনা করা হয়।

 

তিনি আরও বলেন, আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পুলিশ সূত্রে জানা গেছে, ওই এলাকায় একটি প্রতারক চক্র দীর্ঘদিন ধরে পর্যটকদের নানাভাবে বিরক্ত করছিল বলেও অভিযোগ ছিল। ধারণা করা হচ্ছে, এবারের অভিযানে তাদের বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়া হচ্ছে।

 

পর্যটন শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পর্যটকদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পুলিশের এই অভিযানকে স্থানীয় সচেতন মহল স্বাগত জানিয়েছে। তারা আশা করছেন, এমন অভিযান নিয়মিত পরিচালনা করা হলে পর্যটন এলাকার পরিবেশ আরও উন্নত হবে এবং অসাধু চক্রের অপতৎপরতা রোধ করা সম্ভব হবে।

 

পূর্বকোণ/এরফান/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট