মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নে বিষপান করে তরিকুল ইসলাম বিজয় (২৩) নামে এক যুবকের করুণ মৃত্যু হয়েছে। পারিবারিক মনোমালিন্যের জেরে তিনি এই পথ বেছে নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তবে স্থানীয়দের অভিযোগ, প্রাথমিক চিকিৎসায় সময়ক্ষেপণের কারণেই তাকে বাঁচানো সম্ভব হয়নি।
নিহত যুবকের ছোট ভাই শিহাব জানায়, গত শুক্রবার (১৩ জুন) সকাল ৯টার দিকে তরিকুল ইসলাম বিজয় বিষপান করেন। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে দ্রুত বদরখালী হাসপাতালে নেওয়া হয়। সেখানে দীর্ঘক্ষণ চেষ্টার পর (১৩ জুন) দিবাগত রাত ১টার দিকে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করা হয়।
পরে বদরখালী থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় বিজয়কে, যেখানে (১৩ জুন) দিবাগত রাত ৪টায় তাকে ভর্তি করা হয়। এরপর সকাল ৯টায় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় আজ (১৪ জুন) বিকেল ৫টার দিকে তার মৃত্যু হয়। তার ছোট ভাই শিহাব জানায়, বিকাল সাড়ে ৩টা পর্যন্ত জীবিত ছিল তারেক।
পরিবারের সদস্যদের সঙ্গে সামান্য বিষয়ে মনোমালিন্য হওয়ায় তরিকুল ইসলাম বিজয় বিষপান করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। উক্ত যুবক ইউনুসখালীতে ব্রয়লার মুরগীর ফার্মে চাকরি করত বলে জানা যায়।
তবে স্থানীয়রা ধারণা করছেন, বদরখালী জেনারেল হাসপাতালে তার চিকিৎসায় অতিরিক্ত সময়ক্ষেপণ হওয়ায় মূল্যবান সময় নষ্ট হয় এবং তাকে বাঁচানো যায়নি।
পূর্বকোণ/এরফান/জেইউ/পারভেজ