চট্টগ্রাম রবিবার, ২০ জুলাই, ২০২৫

সর্বশেষ:

রাউজানে সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত ফরেস্টার নিহত
অবসরপ্রাপ্ত ফরেস্টার অমল কান্তি দে (৬৫)

রাউজানে সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত ফরেস্টার নিহত

রাউজান সংবাদদাতা

১৪ জুন, ২০২৫ | ১০:৫২ অপরাহ্ণ

চট্টগ্রামের রাউজানের জানালী হাট এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন অবসরপ্রাপ্ত ফরেস্টার অমল কান্তি দে (৬৫)। তিনি জানালী হাটের উত্তর পাশে সতীশ চন্দ্র চৌকিদার বাড়ির অর্নপূর্না ভবনের বাসিন্দা ও মৃত সতীশ চন্দ্র দে’র ছেলে।

 

নিহতের চাচাতো ভাই উত্তম কুমার রায় জানান, শনিবার (১৪ জুন) সকালে অমল কান্তি দে তার অসুস্থ স্ত্রী দেবিকা দে’কে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করান। রাতে হাসপাতাল থেকে এসে সরাসরি রাউজান সদরের ফকিরহাটে বাজার করেন। সেখান থেকে রাত সাড়ে ৯টার দিকে বাজার শেষে বাড়ি ফেরার পথে জানালী হাটের ডাববুর পুল এলাকায় চট্টগ্রাম-রাঙামাটি সড়ক পার হচ্ছিলেন তিনি। এ সময় রাউজানমুখী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে তাকে গহিরা জে.কে মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতাল সংশ্লিষ্ট বিজয় নামের এক কর্মকর্তা অমল দে’র মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

 

নিহত অমল কান্তি দে’র স্ত্রী দেবিকা দে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি দুই ছেলে ও দুই মেয়ের জনক ছিলেন।

 

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভুইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তারা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন বলে জানান।

 

পূর্বকোণ/জাহেদ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট