চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে দুইদিনে বিভিন্ন পরিবহনের বিরুদ্ধে চার মামলা ও চারটি পরিবহন আটকসহ প্রায় ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (১৪ জুন) ও গত শুক্রবার বিকেলে উপজেলার মহাসড়কের বাদামতল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পটিয়া সেনা ক্যাম্পের ক্যাপ্টেন সালমান ও ট্রাফিক পুলিশের সার্জেন্ট আল আমিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় বিভিন্ন গণ-পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় করায় গাড়ি থামিয়ে যাত্রীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত ভাড়া তাদের ফেরত দেয়া হয়। অভিযানকালে বিভিন্ন পরিবহনের বৈধ কাগজপত্র না থাকাসহ নানা অভিযোগে গত দুইদিনে চারটি মামলাসহ চারটি পরিবহন আটক করা হয়। অভিযানের সময় বাদামতল এলাকায় সেনাবাহিনীর দুইটি সাঁজোয়া যানও দেখা যায়।
জানা যায়, যৌথ বাহিনীর অভিযানের খবর পেয়ে গত দুইদিনে অবৈধ যানবাহনগুলো সড়ক থেকে সরে পড়ে। যার কারণে অন্যান্য দিনের তুলনায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অবৈধ যানবাহনগুলোর উপস্থিতি ছিল খুবই কম। এ কারণে গত দুইদিনে ৫-৬ ঘণ্টার অভিযানেও মামলা ও অবৈধ পরিবহন আটকের সংখ্যা কম বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ বিষয়ে জানতে চাইলে পটিয়া ট্রাফিক পুলিশের সার্জেন্ট আল আমিন জানান, সড়কে শৃঙ্খলা ফেরাতে গত দুইদিনে যৌথবাহিনী বিশেষ অভিযান পরিচালনা করেছেন। এ সময় বিভিন্ন অবৈধ যানবাহনের বিরুদ্ধে মামলাসহ কয়েকটি গাড়ি আটক করা হয়েছে। মানুষের জানমাল রক্ষা ও নিরাপদ যাত্রা নিশ্চিত করতেই এ অভিযান। এ অভিযান আগামীতে পরিচালনা করা হবে।
সেনাবাহিনীর ক্যাপ্টেন সালমান জানান, অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াসহ সড়কে শৃঙ্খলা ফেরাতে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে ট্রাফিক পুলিশের মাধ্যমে বিভিন্ন পরিবহনের বৈধ কাগজপত্র না থাকাসহ নানা অভিযোগে ব্যবস্থা নেওয়া হয়েছে।
পূর্বকোণ/রবিউল/জেইউ/পারভেজ