আলীকদমে এক নারী পর্যটকের মৃত্যুর ঘটনায় ভ্রমণভিত্তিক ফেসবুক গ্রুপ “ট্যুর এক্সপার্ট”-এর অ্যাডমিন বর্ষা ইসলাম বৃষ্টির বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার (১৪ জুন) নিহত স্মৃতি আক্তার (২৪) এর বাবা মো. হাবিবুর রহমান হত্যার অভিযোগ এনে আলীকদম থানায় মামলাটি দায়ের করেন।
আলীকদম থানার ওসি মির্জা জহির উদ্দিন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযুক্তকে কোর্টে চালান করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়েছে, বর্ষা ইসলাম তার ফেসবুক গ্রুপের মাধ্যমে পর্যাপ্ত নিরাপত্তা ও প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে বিভিন্ন ট্যুরের আয়োজন করতেন। তার “ক্রিসতং রুংরাং সামিট (৩০ তম)” ইভেন্টে অংশ নিতে গিয়ে স্মৃতি আক্তার গত ৮ জুন আলীকদমের উদ্দেশ্যে রওনা হন।
এরপর থেকে তার পরিবারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ১৩ জুন আলীকদমের তৈন খালের মোড় থেকে স্মৃতি আক্তারের লাশ উদ্ধার করা হয়।
এজাহারে আরও উল্লেখ করা হয়, বর্ষা ইসলাম স্থানীয় প্রশাসনকে ফাঁকি দিয়ে মাত্র একজন গাইড (সিদ্ধার্থ তঞ্চঙ্গ্যা) নিয়ে ৩৩ জনের ট্যুর আয়োজন করেন। তিনি পর্যটকদের আবহাওয়া সম্পর্কে জানাননি। ৯ জুন তারা দুর্গম রুংরাং-ক্রিসতং এলাকার উদ্দেশ্যে রওয়ানা হন।
১০ জুন বর্ষা ১২ জন ও গাইডকে নিয়ে খেমচং পাড়া থেকে আন্ধারমানিক ট্রেইলের উদ্দেশ্যে যান। বাকিদের, যার মধ্যে স্মৃতি আক্তারও ছিলেন, অপর্যাপ্ত নিরাপত্তা ও গাইড ছাড়াই মোঃ হাসান চৌধুরী শুভর মাধ্যমে আলীকদম সদরে ফেরত পাঠান।
১১ জুন বিকালে শামুক ঝর্ণা এলাকায় পাহাড়ি ঢলে স্মৃতি আক্তার, মোঃ হাসান চৌধুরী শুভ এবং শেখ জুবাইরুল ইসলাম নিখোঁজ হন। ১২ জুন শেখ জুবাইরুলের লাশ এবং ১৩ জুন স্মৃতি আক্তারের লাশ উদ্ধার করা হয়। মোঃ হাসান চৌধুরী শুভ এখনও নিখোঁজ রয়েছেন।
বাদীর দাবি, বর্ষা ইসলামের দায়িত্ব অবহেলা ও অদক্ষতার কারণেই স্মৃতি আক্তারের মৃত্যু হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত বর্ষা ইসলাম সংবাদ মাধ্যমে কোনো মন্তব্য করতে রাজি হননি।
পূর্বকোণ/রফিক/এএইচ