চট্টগ্রাম শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

সর্বশেষ:

দক্ষিণ জেলা বিএনপি : ৩ দিনে জমা ৫ শতাধিক জীবনবৃত্তান্ত
ফাইল ছবি

পটিয়ায় দু’পক্ষে দ্বন্দ্ব : উত্তপ্ত বিএনপির রাজনীতি

রবিউল আলম ছোটন, পটিয়া

১৪ জুন, ২০২৫ | ১০:৪৪ পূর্বাহ্ণ

দলীয় কোন্দল, নেতায়-নেতায় দ্বন্দ্ব-গ্রুপিং ও সিনিয়র নেতাদের একে অপরের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্যে উত্তপ্ত হয়ে উঠেছে পটিয়া বিএনপির রাজনীতি। কোরবানির ঈদ পরবর্তী সময়ে এ নিয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মো. ইদ্রিস মিয়া ও উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনামের অনুসারীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচি ঘিরে দলীয় কার্যালয় দখল-বেদখল ইস্যুতে এ দ্বন্দ্বের শুরু হলেও এ নিয়ে দুই গ্রুপের পাল্টাপল্টি কর্মসূচিতে একে অপরকে কটাক্ষ করে বক্তব্য রাখা নিয়ে উত্তাপ ছড়িয়েছে রাজপথে। এ নিয়ে যে কোন মুহূর্তে সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে।

 

জানা গেছে, পটিয়া উপজেলা ও পৌরসভা বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচি শুরু করেছে দলটি। গত বুধবার পৌরসদরের পটিয়া কলেজ গেট এলাকায় দলীয় কার্যালয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মো. ইদ্রিস মিয়ার নেতৃত্বে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানের কথা ছিল। কিন্তু একই কমিটির সদস্য এনামুল হক এনামের অনুসারীরা তাদের নিয়ন্ত্রণাধীন দলীয় কার্যালয় দখলের আশঙ্কায় এ কর্মসূচি ঠেকাতে দলীয় কার্যালয়ের সামনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের নামে পাল্টা একটি প্রোগ্রাম দিয়ে মারমুখী অবস্থান নেয়। এ নিয়ে দিনভর দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করে। তবে শেষ পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই সন্ধ্যায় পৌরসদরের ইন্দ্রপুল বায়তুশ শরফ কমপ্লেক্স এলাকায় শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করে ইদ্রিস মিয়ার অনুসারীরা।

 

ওই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া এনামুল হক এনামকে ইঙ্গিত করে বলেন, ‘হল টু’ডে সেন্টারে বিএনপির দক্ষিণ জেলার সভায় গ্রুপিং রাজনীতির কারণে ভাগিনাকে (এনামকে উদ্দেশ্য করে বলেন) উত্তম-মাধ্যম দিয়েছে, মাইর খেয়ে ভাগিনা নেতা হয়েছে, নেতা থেকে এখন আবার ‘কেথা’ হয়ে গেছে। আজকে দলের মধ্যে একটি দ্বন্দ্ব সৃষ্টি করে সে আবার নেতা হওয়ার চেষ্টা করেছে। আলহাজ ইদ্রিস মিয়া সে সুযোগ দিবে না।’

 

এসময় তিনি এনাম অনুসারীদের উদ্দেশে করে বলেন, তাদের একজন চাঁদাবাজ ৫ আগস্ট পরবর্তী সময়ে চাঁদাবাজি করে দলের দুর্নাম ছড়িয়েছে। আমি তাদের নাম বলবো না, তারা কয়েকজন হলো ‘বেরাইজ্জ্যাদের’ মতো, আজকে এদিকে, কালকে আরেকদিকে, আবার আজকে জুয়েলের সাথে, কালকে ইদ্রিস মিয়ার সাথে পরশু শাহাদাতের সাথে। এসব বিএনপি নামধারী নেতাদের আমি ‘বেরাইজ্জ্যা’ উপাধি দিলাম।

 

এদিকে ইদ্রিস মিয়ার ওই বক্তব্যকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার (১২ জুন) এনামুল হকের অনুসারী যুবদল-ছাত্রদলের নেতাকর্মীরা পটিয়া সদরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে। এতে তারা ইদ্রিস মিয়ার বিরুদ্ধে তাদের নেতা-কর্মীদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের অভিযোগ তুলেন। পরবর্তীতে শুক্রবার (গতকাল) বিকেল ৪ টার দিকে আরোও একটি বিক্ষোভ মিছিল করে এনামুল হকের অনুসারীরা।

 

পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম বলেন, আমরা জানতে পেরেছি, ইদ্রিস মিয়া আওয়ামী দোসরদের পুনর্বাসনের জন্য তাদের নিয়ে বিএনপির সদস্য সংগ্রহ কর্মসূচির নামে একটি কর্মসূচি দিয়েছে। আমরা যারা এনামুল হক এনামের নেতৃত্বে ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি, সে সময়ে আওয়ামীলীগের গুণ্ডারা এ বিএনপি অফিস ভাংচুর করে তছনছ করেছিল, তখন তারা কোথায় ছিলেন?। আমরা এই সুবিধাবাদী বিএনপিকে সে সুযোগ দিতে পারি না।

 

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া বলেন, পটিয়ার মাটি খালেদা জিয়ার ঘাঁটি, এই পটিয়ার মাটি তারেক রহমানের ঘাঁটি। এই তারেক রহমানের ঘাঁটিতে যে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে তাদের বিরুদ্ধে গঠনতন্ত্র মোতাবেক ব্যবস্থা নেওয়ার জন্য আমরা হাইকমান্ডকে অবহিত করবো।

 

পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট