কক্সবাজারের কুতুবদিয়ায় একদিনে এক ঘণ্টার ব্যবধানে পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার (১৩ জুন) বিকেলে উপজেলার পৃথক পৃথক স্থানে পানিতে ডুবে এই ঘটনা ঘটে। নিহত শিশুদের বয়স ২-৫ বছরের মধ্যে।
নিহত শিশুরা হল- উপজেলার বড়ঘোপ অমজাখালী গ্রামের রোকনুজ্জামানের ২ বছর বয়সী কন্যা শিশু রাফা, একই গ্রামের জসীম উদ্দিনের ছেলে তাসিব (২) ও উত্তর বড়ঘোপ এলাকার মো. দেলোয়ারের মেয়ে তুহিন (৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, খেলাধুলার এক পর্যায়ে ওই শিশুরা বাড়ির পাশের পুকুরে ডুবে যায়। পরে তাদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মাহমুদ শিশুগুলোকে মৃত বলে ঘোষণা করেন।
কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই শিশুদের মৃত্যু হয়। সচেতনতার অভাবে পানিতে ডুবে শিশুর মৃত্যুর হার বাড়ছে।
কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান হোসেন বলেন, কুতুবদিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যুর হার বেশি। কারণ এখানকার কিছু কিছু অভিভাবক শিশুদের প্রতি তেমন যত্নশীল না। তাছাড়া সাংসারিক কাজে পিতা মাতার ব্যস্ততায় শিশুরা খেলার ছলে বাড়ির পাশে পুকুর বা জলাশয়ে পড়ে ডুবে যায়।
পূর্বকোণ/সুজন/জেইউ/পারভেজ