চট্টগ্রাম রবিবার, ২০ জুলাই, ২০২৫

সর্বশেষ:

কর্ণফুলীতে ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার
মাদকসহ গ্রেপ্তার দম্পতি

কর্ণফুলীতে ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

কর্ণফুলী সংবাদদাতা

১৩ জুন, ২০২৫ | ১০:৩৩ অপরাহ্ণ

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নে অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

বৃহস্পতিবার বিকেলে ইউনিয়নের ইছানগর সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন তজম্মলের বাড়িতে এ অভিযান চালানো হয়।

 

গ্রেপ্তার দম্পতি হলেন- স্থানীয় তজম্মল হোসেনের ছেলে মো. শাহেদ প্রকাশ সন্দীপ সাহেদ (৪০) ও সাহেদের স্ত্রী মিনু আক্তার মিনা (৩৫)। এ সময় তাদের কাছে থেকে ১৬৪ ইয়াবা, ১৮০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রয়লব্ধ নগদ ৩ হাজার ৮১০ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

 

এর আগে সাহেদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলাসহ থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কর্ণফুলী থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ইছানগর সরকারী স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন তজম্মলের বাড়ির রান্না ঘরের ভিতর হতে ১৬৪ ইয়াবা, ১৮০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রয়লব্ধ নগদ ৩ হাজার ৮১০ টাকা উদ্ধার করে। এ সময় মাদক কারবারি মো. শাহেদ প্রকাশ সন্দীপ সাহেদ ও তার স্ত্রী মিনু আক্তার মিনাকে গ্রেপ্তার করে পুলিশ।

 

এ বিষয়ে জানতে চাইলে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শরীফ বলেন, মাদকসহ দম্পতি আটকের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে আদালতে পাঠানো হলে আদালত তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

 

পূর্বকোণ/নয়ন/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট