১৪ বছর পর মালয়েশিয়া থেকে বাড়িতে বেড়াতে এসেছিলেন মোহাম্মদ ইসমাইল (২৪)। শখের বশে টেকনাফের শাহপরীরদ্বীপে নাফ নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার ৩২ ঘণ্টা পর ওই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৩ জুন) দুপুর ২টার দিকে টেকনাফের সাবরাং ইউনিয়নের বাহারছড়া সমুদ্র উপকূল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত যুবক মোহাম্মদ ইসমাইল টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপের বাজারপাড়া এলাকার মৃত আবুল হাশেমের ছেলে।
সাংবাং ইউনিয়নের ৯ নম্বর ইউপি সদস্য আব্দুস সালাম জানান, ইসমাইল বৃহস্পতিবার (১২ জুন) সকাল ৬টার দিকে নাফ নদীর শাহপরীরদ্বীপ গোলারচর এলাকায় জাল দিয়ে মাছ শিকার করতে গেলে সমুদ্রের ঢেউয়ে ভেসে যায়।
পরবর্তীতে আশপাশের লোকজনসহ জেলেরা নাফ নদী ও আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করলেও তাকে পাওয়া যায়নি। শুক্রবার দুপুরে বাহারছড়া ঘাট এলাকায় এলাকাবাসী একজনের মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরবর্তীতে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
পরিবারের বরাত দিয়ে তিনি আরও জানান, মোহাম্মদ ইসমাইল ১৪ বছর পর মালয়েশিয়া থেকে সম্প্রতি দেশে বেড়াতে এসেছেন। ২২ দিন পর আগামী ৪ জুলাই মালয়েশিয়া চলে যাওয়ার কথা ছিল।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, নিখোঁজ যুবক ইসমাইলের পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করার পর কারও কোন অভিযোগ বা আপত্তি না থাকায় তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
পূর্বকোণ/কাশেম/জেইউ/পারভেজ