চট্টগ্রাম রবিবার, ২০ জুলাই, ২০২৫

সর্বশেষ:

শাহজাহান চৌধুরীকে সাতকানিয়া আসনে চূড়ান্ত প্রার্থী ঘোষণা জামায়াতের
চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে সংসদ সদস্য পদপ্রার্থী শাহজাহান চৌধুরী

শাহজাহান চৌধুরীকে সাতকানিয়া আসনে চূড়ান্ত প্রার্থী ঘোষণা জামায়াতের

১৩ জুন, ২০২৫ | ৫:৫৯ অপরাহ্ণ

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য চট্টগ্রাম নগর জামায়াতের আমির ও সাবেক এমপি শাহজাহান চৌধুরীকে চূড়ান্তভাবে প্রার্থী ঘোষণা করা হয়েছে।

 

শুক্রবার (১৩ জুন) সকাল ৯টায় সাতকানিয়ার কেরানীহাট হোটেল সি ওয়ার্ল্ড কনভেনশন হলে সাতকানিয়া লোহাগাড়ার সর্বস্তরের দায়িত্বশীল সমাবেশে এই ঘোষণা দেয়া হয়।

 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

 

বিশেষ অতিথি হিসেবে ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম ও মুহাম্মদ শাহজাহান,কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জননেতা ও চট্টগ্রাম মহানগরী আমির আলহাজ শাহজাহান চৌধুরী, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আহসান উল্লাহ ভুঁইয়া, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যাপক জাফর সাদেক, চট্টগ্রাম দক্ষিণ জেলার আমির আনোয়ারুল আলম চৌধুরী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডোরেশনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মুহাম্মদ ইসহাক।

 

চট্টগ্রাম দক্ষিণ জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ বদরুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা নায়েবে আমির অধ্যাপক মুহাম্মদ নুরুল্লাহ, ড. হেলাল উদ্দিন মুহাম্মদ নোমান, সহকারী সেক্রেটারি মুহাম্মদ জাকারিয়া, এডভোকেট মোহাম্মদ নাছের, সাংগঠনিক সেক্রেটারি মাওলানা নুরুল হোসাইন, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা কামাল উদ্দীন, নুরুল হক, মাওলানা আবুল ফয়েজ, চট্টগ্রাম দক্ষিণ জেলা শিবিরের সভাপতি আসিফুল্লাহ মুহাম্মদ আরমান, লোহাগাড়া উপজেলা আমির অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী ও সাতকানিয়া উপজেলা আমির মাওলানা কামাল উদ্দিন, সাতকানিয়া পৌরসভার আমির অধ্যক্ষ হামিদ উদ্দীন আজাদ প্রমুখ।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট