বান্দরবানের আলীকদমে পাহাড়ি ঝিরিতে ভেসে গিয়ে নিখোঁজ হওয়া দুই পর্যটক এর মধ্যে স্মৃতি আক্তারের (২৩) মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১৩ জুন) ভোরে উপজেলার মাতামুহুরী নদীর আমতলী ঘাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহটি ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহত পর্যটক স্মৃতি আক্তারের বাড়ি ময়মনসিংহ জেলার মুক্তাগাছায় বলে জানা গেছে।
এর আগে বৃহস্পতিবার ভোরে পর্যটক জোবাইরুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয় মাতামুহুরী নদী থেকে। এখনও মো. হাসান নামের আরেক পর্যটক নিখোঁজ রয়েছে।
পুলিশ জানায়, গত রবিবার (৮ জুন) ৩৩ জনের একটি পর্যটক দল ঢাকা থেকে আলীকদম হয়ে চিম্বুক রেঞ্জের সর্বোচ্চ চূড়া ক্রিসতং সামিটে যায়। গত ১১ ই জুন দলটি আলীকদমে ফিরে আসার পথে শামুক ঝিরি পার হওয়ার সময় পানির প্রবল স্রোতে ভেসে যায় পর্যটক স্মৃতি আক্তার, মো. হাসান ও জুবায়েরুল ইসলাম। এ ঘটনার পর নিরাপত্তা বাহিনী পুলিশ ও স্থানীয়রা উদ্ধার অভিযান চালায়। স্মৃতি আক্তার ও জুবাইরুল ইসলামের লাশ উদ্ধার হলেও এখনো মো. হাসানের খোঁজ মেলেনি।
আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মুমিন জানিয়েছেন, নিখোঁজ পর্যটকের খোঁজে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
পূর্বকোণ/ইবনুর