চট্টগ্রাম রবিবার, ২০ জুলাই, ২০২৫

সর্বশেষ:

২১ বছর পালিয়েও শেষ রক্ষা হল না ফটিকছড়ির বক্করের

অনলাইন ডেস্ক

১৩ জুন, ২০২৫ | ২:১৭ অপরাহ্ণ

চট্টগ্রামের ফটিকছড়ি থানায় দায়ের হওয়া নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়েছিলেন মো. আবু বক্কর (৪২)। সাজা হওয়ার পর প্রায় ২১ বছর গ্রেপ্তার এড়াতে পালিয়ে ছিলেন তিনি। কিন্তু র‌্যাব তাকে গ্রেপ্তার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।

বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে ফটিকছড়ির কর্ণফুলী চা বাগান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আসামি আবু বক্করের বাড়ি ফটিকছড়ির লেলাং ঠিকাদার বাড়ি এলাকায়। তার বাবার নাম সোলায়মান।

র‍্যাব জানায়, ২০০৪ সালের জুলাইয়ে ফটিকছড়ি থানায় করা একটি গণধর্ষণ মামলায় আদালত আবু বক্করকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করেন। এরপর থেকেই তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‍্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজের নাম-পরিচয় নিশ্চিত করেন এবং মামলার বিষয়টি স্বীকার করেন।

চট্টগ্রাম র‍্যাবে কর্মরত সহকারী পুলিশ সুপার এ আর এম. মোজাফ্ফর হোসেন বলেন, আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারের পর তাকে ফটিকছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট