চট্টগ্রাম রবিবার, ২০ জুলাই, ২০২৫

সর্বশেষ:

পেকুয়ায় যৌথ বাহিনীর অভিযান, মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
পেকুয়ায় গ্রেপ্তার মাদক ব্যবসায়ী সানাউল্লাহ বাহাদুর (৪৮)

পেকুয়ায় যৌথ বাহিনীর অভিযান, মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পেকুয়া সংবাদদাতা

১৩ জুন, ২০২৫ | ১:১৩ অপরাহ্ণ

কক্সবাজারের পেকুয়ায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ সানাউল্লাহ বাহাদুর (৪৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

 

বৃহস্পতিবার (১২ জুন) রাত ৮টায় উপজেলার সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের তার বাড়ি থেকে বাহাদুরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছে পাওয়া যায় ৩৪টি ইয়াবা।

 

গ্রেপ্তার বাহাদুর পেকুয়া সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মৃত নজির আহমদের ছেলে।

 

জানা গেছে, সেনাবাহিনীর একটি টিম অভিযান পরিচালনা চালিয়ে বাহাদুরকে ৩৪টি ইয়াবাসহ গ্রেপ্তার করে।

 

স্থানীয়রা জানান, বাহাদুর মাদক সেবীদের কাছে নিয়মিত খুচরামূল্যে ইয়াবা বিক্রি করতো।

 

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, যৌথ অভিযানে এক মাদকব্যবসায়ীকে ৩৪টি ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। মামলা রুজু করে গ্রেপ্তার বাহাদুরকে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

 

পূর্বকোণ/ইবনুর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট