চট্টগ্রামের বাঁশখালীতে আগুনে ১১টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (১২ জুন) রাত ২টার দিকে উপজেলার শীলকূপ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম মানিকচড় হেডপাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। পরে খবর পেয়ে বাঁশখালী ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দিকে রাত সোয়া ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
ধারণা করা হচ্ছে- বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
অগ্নিকাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পুড়ে অন্তত ছয় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে ফায়ার সার্ভিস।
শীলকুপ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশেদ নুরী বলেন, আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে প্রাথমিকভাবে ৫০ কেজি করে চাউল ও ২টি করে কম্বল বিতরণ করা হয়। এছাড়া উপজেলা প্রশাসনের মাধ্যমে পরবর্তী সময়ে আর্থিকভাবে সহায়তা করা হবে।
বাঁশখালী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার নুরুল বাশার বলেন, শীলকূপ ইউনিয়নের অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর আমাদের ২টি টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ক্ষতির পরিমাণ এখনও নির্ণয় করা হয়নি ।
পূর্বকোণ/অনুপম/এএইচ