চট্টগ্রাম রবিবার, ২০ জুলাই, ২০২৫

সর্বশেষ:

রাঙ্গুনিয়ায় সেলুনের ভেতর মিলল তরুণের ঝুলন্ত লাশ

রাঙ্গুনিয়ায় সেলুনের ভেতর মিলল তরুণের ঝুলন্ত লাশ

নিজস্ব প্রতিবেদক

১২ জুন, ২০২৫ | ৩:০৮ অপরাহ্ণ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মিঠুন দাশ (১৮) নামের এক তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ জুন) সকালে উপজেলার ইসলামপুর ইউনিয়নের গোদারপাড় এলাকায় নিজ সেলুনের ভিতরে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার হয়। মিঠুন দাশ উপজেলার রাজানগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড হালিমপুর গ্রামের স্বপন দাশের ছেলে।

 

নিহতের স্বজনরা জানান, মিঠুন দাশ সারাদিন সেলুনে কাজ করে প্রতিদিন বাড়ি ফিরে গেলেও গতকাল বুধবার রাতে বাড়ি ফিরেনি। সন্ধ্যা ৭টার দিকে মুঠোফোনে তার সাথে স্বজনদের শেষ কথা হয়। সকালে দোকান ভেতর থেকে তালাবদ্ধ অবস্থায় বন্ধ ছিল। স্থানীয় লোকজন দোকান বন্ধ দেখে গ্রিলের ফাঁক দিয়ে তার ঝুলন্ত লাশ দেখতে পান। পরে থানায় খবর দেয়া হলে পুলিশ এসে তালা ভেঙে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় থাকা তার লাশ উদ্ধার করেন। স্থানীয়দের ধারণা, প্রেম সংক্রান্ত বিষয়ে সে ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করতে পারে।

 

নিহতের বোন জামাই প্রদীপ দাশ জানান, তিনি নিজেও একটি সেলুনের দোকান চালান। প্রতিদিন রাতে ফেরার সময় তারা একসাথেই বাড়ি ফিরতেন। কিন্তু বুধবার রাতে যাওয়ার সময় তাকে নিতে গেলে তার অন্যত্র প্রোগ্রাম আছে বলে জানান এবং রাতে ফিরেনি। সকালে এসে শুনি তার এই অবস্থা। তার সাথে একটা মেয়ের সম্পর্ক আছে বলে জানতাম। এছাড়া আর কোন পারিবারিক কিংবা কারো সাথে ঝামেলা আছে বলে আমার জানা নেই।

 

এ বিষয়ে রাঙ্গুনিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. রাকিবুল জানান, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ থানায় নিয়ে আসি। এই ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে৷

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট