চট্টগ্রাম বুধবার, ২৫ জুন, ২০২৫

সন্দ্বীপে বিচ্ছেদের জেরে দায়ের কোপে শ্বশুর আহত, জামাই গ্রেপ্তার
অভিযুক্ত জামাই জাবেদ

সন্দ্বীপে বিচ্ছেদের জেরে দায়ের কোপে শ্বশুর আহত, জামাই গ্রেপ্তার

সন্দ্বীপ সংবাদদাতা

১১ জুন, ২০২৫ | ১১:১০ অপরাহ্ণ

সন্দ্বীপে বিবাহ বিচ্ছেদের জেরে পারিবারিক কলহের একপর্যায়ে জামাইয়ের ধারালো বটির কোপে শ্বশুর মারাত্মকভাবে আহত হয়েছেন। ঘটনার পরপরই পুলিশ অভিযুক্ত জামাই জাবেদকে (৩২) আটক করেছে। জাবেদ সারিকাইত ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

 

সারিকাইত ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে ভিকটিমের বাড়িতে বুধবার (১১ জুন) দুপুরে এ ঘটনা ঘটে। জাবেদের স্ত্রী তার বাবার বাড়িতে অবস্থান করছিলেন।

 

পারিবারিকভাবে জানা যায়, বিবাহ বিচ্ছেদ হয় গত ১ বছর আগে এবং তা নিয়ে শ্বশুর ও জামাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ঘটনার দিন একপর্যায়ে কথা-কাটাকাটি শুরু হলে জাবেদ তার শ্বশুরের উপর চড়াও হন এবং ধারালো বটি দিয়ে তার ঘাড়ে কোপ দেন।

 

আহত শ্বশুরকে প্রথমে সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।

 

সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম সফিকুল আলম চৌধুরী বলেন, আসামি জাবেদকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের হয়েছে।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট