চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৯ জুন, ২০২৫

সর্বশেষ:

গ্রিল কেটে কাপ্তাই থানা থেকে পালাল আসামি
ফাইল ছবি

গ্রিল কেটে কাপ্তাই থানা থেকে পালাল আসামি

কাপ্তাই সংবাদদাতা

১১ জুন, ২০২৫ | ১০:৫০ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাইয়ে গ্রিল কেটে থানা থেকে পালিয়েছে সাগর প্রকাশ অলি নামের এক চুরি মামলার আসামি। বুধবার (১১জুন) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।

 

সাগর প্রকাশ অলি কাপ্তাই নতুন বাজার ৪ নম্বর ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ডের শাহাজানের ছেলে। বুধবার ভোরে সাগরকে কাপ্তাই নতুনবাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে স্বর্ণ ও টাকা চুরির অভিযোগ রয়েছে।

 

কাপ্তাই থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) অলি উল্লাহ জানান, বুধবার (১১ জুন) সকাল ৯টায় এই ঘটনা ঘটেছে। আসামিকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। কিছু বুঝে উঠার আগে এই ঘটনা ঘটেছে। থানার পুলিশ সদস্যদের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে গেছে আসামি।

 

কাপ্তাই সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, দায়িত্ব অবহেলার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

পূর্বকোণ/কবির/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট