চট্টগ্রাম সোমবার, ১৬ জুন, ২০২৫

ফটিকছড়িতে সেলাই মেশিন পেল ২৫ দুস্থ পরিবার
দুস্থ পরিবারের মাঝে সেলাই মেশিন তুলে দিচ্ছেন অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনসহ অতিথিরা

ফটিকছড়িতে সেলাই মেশিন পেল ২৫ দুস্থ পরিবার

নিজস্ব প্রতিবেদক

১১ জুন, ২০২৫ | ১০:২৯ অপরাহ্ণ

চট্টগ্রামের ফটিকছড়িতে ‘মানবিক উত্তর ফটিকছড়ি’ নামের একটি সংগঠনের উদ্যোগে ২৫টি দুস্থ পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

 

বুধবার (১১ জুন) সকালে শান্তিরহাট মিসকাতুন্নবী দাখিল মাদ্রাসার সভাকক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

সংগঠনটির উপদেষ্টা মাওলানা মুহিউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন সংগঠনের সমন্বয়ক এম ওসমান গনি। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর জামায়াতের সেক্রেটারি ও চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন। প্রধান আলোচক হিসেবে ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি আবদুল জব্বার।

 

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এডভোকেট আবছার উদ্দিন হেলাল, ভুজপুর থানা জামায়াতের আমির অধ্যাপক জাহাঙ্গীর আলম, মাস্টার আবদুল বারেক, মাওলানা জহুরুল হক, মাওলানা জাহাঙ্গীর আলম, জামায়াত নেতা ইউসুফ বিন সিরাজ, জিয়াউল হক, মাওলানা এম এ হালিম, বিএনপি নেতা আহমদ ছাফা মেম্বার, ইলিয়াস মেম্বার, মাস্টার জাহাঙ্গীর আলম, এম এ মান্নান, ব্যাংকার হারুন রশিদ, ডাক্তার শফিউল আলম, মাওলানা গোলাম কিবরিয়া, ছাত্রনেতা শহিদুল কায়সার সুমন, নাজমুল হাসান, মামুনুর রশিদ, জাফর ইমাম, শফিউল আলম, ইকবাল হোসেন, শাওন মাহমুদ, ইমরান খান ফরহাদ, তানজিমুল ইসলাম, রাকিব, কুতুব উদ্দিন, আরাফাত সাকিব প্রমুখ।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট