চট্টগ্রাম সোমবার, ২৩ জুন, ২০২৫

সর্বশেষ:

হাসনাবাদ আল ইখওয়ান সংঘের নির্বাচন সম্পন্ন
নবনির্বাচিত সভাপতি মো. ইমাম উদ্দিন আমিরী ও সাধারণ সম্পাদক রবিউল হাসান তানজিম

সভাপতি ইমাম আমিরী, সেক্রেটারি রবিউল

হাসনাবাদ আল ইখওয়ান সংঘের নির্বাচন সম্পন্ন

বিজ্ঞপ্তি

১১ জুন, ২০২৫ | ৭:৪১ অপরাহ্ণ

উত্তর ফটিকছড়ির সর্ববৃহৎ সামাজিক সংগঠন ‘হাসনাবাদ আল ইখওয়ান সংঘ’র আংশিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সংগঠনের সুপ্রিম কাউন্সিলরদের ভোটে মো. ইমাম উদ্দিন আমিরী সভাপতি ও রবিউল হাসান তানজিম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

 

মঙ্গলবার হাসনাবাদ আহসানুল উলুম ইসলামিয়া দাখিল মাদরাসা মিলনায়তনে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

 

নির্বাচন কমিশন সংশ্লিষ্টরা জানান, স্থানীয়ভাবে শিক্ষা, ক্রিড়া ও সংস্কৃতি নিয়ে কাজ করে ‘হাসনাবাদ আল ইখওয়ান সংঘ। কিন্তু গেল কয়েক বছর ধরে গুটি কয়েক দুর্বৃত্তের ষড়যন্ত্রে বন্ধ ছিল সংগঠনটির কার্যক্রম। তবে ৫ আগস্ট পরবর্তী সময়ে নতুন আহ্বায়ক কমিটি গঠনের মাধ্যমে পুনরায় কাজ শুরু করা হয়। এরই অংশ হিসেবে সংগঠনের সুপ্রিম কাউন্সিলরদের ভোটে নতুন করে সভাপতি-সাধারণ সম্পাদক নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে পরবর্তী নির্বাচনগুলোতে আগের মতো সদস্যদের ভোটেই নেতৃত্ব নির্বাচিত করা হবে।

 

নবনির্বাচিত সাধারণ সম্পাদক রবিউল হাসান তানজিম বলেন, হাসনাবাদ আল ইখওয়ান সংঘ একটি অরাজনৈতিক সংগঠন। ২০০৩ সালে এক ঝাঁক মেধাবী তরুণের উদ্যোগে এটি প্রতিষ্ঠিত হয়েছিল। গেল প্রায় দুই যুগ ধরে হাসনাবাদে আলো ছড়াচ্ছে সংগঠনটি।

 

নতুন নেতৃত্বের হাত ধরে ইখওয়ানের পুনর্জাগরণ ঘটবে বলে আশা সাবেক নেতৃবৃন্দের।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট