বান্দরবান জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি ও নাইক্ষ্যংছড়ি উপজেলা জামায়াতের সাবেক সভাপতি রফিক আহাম্মেদ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন।
বুধবার (১১ জুন) সকালে নাইক্ষ্যংছড়ি নিজ বাসভবন থেকে কক্সবাজারের ঈদগাঁর আরকান সড়কে সি-লাইন মিনি বাস ও পিকাপ গাড়ির ধাক্কায় সি-লাইন মিনি বাসে থাকা রফিক আহাম্মেদসহ ১৫-২০ জন যাত্রী ছোটখাটো আঘাত পান। আঘাতপ্রাপ্তদের মধ্যে জামায়াত নেতা রফিক আহাম্মেদ গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে ওই জামায়াত নেতাকে কক্সবাজার আল্ ফুয়াদ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য ভর্তি করা হয়। তবে ঘাতক পিকাপ চালাক ও হেলপার গাড়ি নিয়ে পালিয়ে যায়।
বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ওমর ফারুক সিরাজী।
তিনি বলেন, উপজেলা জামায়াতের সাবেক সভাপতি রফিক আহাম্মেদ ভোরে নাইক্ষ্যংছড়ি থেকে কক্সবাজারের ঈদগাঁওর শ্বশুরবাড়িতে মেয়ের বিয়ের আমন্ত্রণ দিতে যাচ্ছিলেন। এ সময় সি-লাইনকে (মিনি বাস) একটি দ্রুতগতির পিকাপ ধাক্কা দিলে সি-লাইনে থাকা যাত্রীরা আঘাতপ্রাপ্ত হয়। পিকাপসহ চালক ও হেলপার পালিয়ে যায়। এর মধ্যে রফিক আহাম্মেদ গুরুতর আহত হন। তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত কক্সবাজার আল্ ফুয়াদ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
সড়ক দুর্ঘটনার বিষয়ে জানতে ঈদগাঁ থানায় যোগাযোগ করে সংযোগ পাওয়া যায়নি।
পূর্বকোণ/শামীম/জেইউ/পারভেজ