রাঙামাটির রাজস্থলী-বাঙালহালিয়া সড়কে (ভিজিডি) দুঃস্থ নারীদের বরাদ্দকৃত চাল বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে।
বুধবার (১১ জুন) দুপুর ২টার দিকে ওগারী পাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
জানা যায়, সরকার কর্তৃক দুঃস্থ নারীর জন্য চলতি মাসের বরাদ্দকৃত চাল ভর্তি (ট-১১৭১৯৬) ট্রাকটি রাজস্থলী উপজেলার তিন নম্বর বাঙালহালিয়া ইউনিয়ন পরিষদে নিয়ে যাওয়া হচ্ছিল। এটি উপজেলার ২ নম্বর গাইন্দ্যা ইউনিয়নের ওগাড়ী পাড়ায় এসে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। পরে ট্রাকটি উঠানোর ব্যবস্থা করা হচ্ছে বলে জানা যায়।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব কান্তি রুদ্র। তিনি বলেন, খবর পাওয়ার সাথে সাথে আমি ঘটনাস্থলে এসে চালগুলো উদ্ধার করে ইউনিয়ন পরিষদে পৌঁছানের ব্যবস্থা করেছি। ক্ষতি হওয়া চালগুলো খাদ্য গুদামে নেওয়ার ব্যবস্থা করে গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি এল এসডির) নিকট বুঝিয়ে দেওয়া হবে।
পূর্বকোণ/আজগর/জেইউ/পারভেজ