চট্টগ্রাম রবিবার, ১৫ জুন, ২০২৫

সর্বশেষ:

কর্ণফুলীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ, দু’দিন পর লাশ উদ্ধার

কাপ্তাই সংবাদদাতা

১১ জুন, ২০২৫ | ১১:৩০ পূর্বাহ্ণ

চট্টগ্রামের কর্ণফুলী নদীর কাপ্তাই অংশে মাছ ধরতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নকুল কুমার মল্লীক (৫০) নামে এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (১১ জুন) সকাল পৌনে ১০টায় কর্ণফুলী নদীর রাঙ্গুনিয়া অংশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। এর আগে চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের কর্ণফুলী নদীর হাশেম খাল মুখ অংশে লাশটি ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয়রা৷ পরে স্বজনরা মরদেহটি নিখোঁজ নকুল মল্লীকের বলে শনাক্ত করে। তার বাড়ি কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কেপিএম কয়লার ডিপু এলাকায়।

বিষয়টি নিশ্চিত করেছেন কাপ্তাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অলি উল্লাহ। তিনি জানান, যেহেতু লাশটি রাঙ্গুনিয়া থানা এলাকায় পাওয়া গেছে তাই সেখানে আইনি প্রক্রিয়া সম্পন্ন হবে।  

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট