রাঙামাটির কাপ্তাই কর্ণফুলী নদীতে মাছ ধরতে গিয়ে নকুল কুমার মল্লিক (৫০) নামে এক জেলে নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।
নকুল কুমার মল্লিক ১ নম্বর চন্দ্রঘোনা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড কয়লার ডিপুতে বসবাসকারী জেলে।
সোমবার সন্ধ্যা ৭টায় কর্ণফুলী নদীতে মাছ ধরতে গিয়ে দুইদিন যাবত ঘরে ফিরে আসেনি বলে জানান তারই মামাতো ভাই আশুতোষ মল্লিক।
ইউপি সদস্য নীলকান্ত মল্লিক জানান, নৌকা ও জাল নিয়ে কর্ণফুলী নদীতে মাছ ধরার জন্য গেলে নৌকা পাওয়া গেলেও তার কোন সন্ধান পাওয়া যায়নি।
কাপ্তাই থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) অলি উল্লাহ বলেন, এই বিষয়ে কেউ অভিযোগ করেন নাই, তবে আমরা খোঁজ খবর নিচ্ছি।
পূর্বকোণ/কবির/জেইউ/পারভেজ