চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, বিএনপিকে নিয়ে সবসময় যে পরিমাণ ষড়যন্ত্র হয়েছে অন্য কোন দলকে নিয়ে হয়নি। এত ষড়যন্ত্র, দমন, নিপীড়ন, নির্যাতন চালানোর পরেও নেতাকর্মীদের রেখে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কখনও পালিয়ে যায়নি। কিন্তু আওয়ামী লীগের নেত্রী নেতকর্মীদের রেখে দিল্লিতে পালিয়ে গেছেন।
মঙ্গলবার (১০ জুন) উত্তর সাতকানিয়া বিএনপি নেতা শফিকুল ইসলাম রাহীর উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
ডা. শাহাদাত হোসেন আরও বলেন, নির্বাচন যদি সুষ্ঠু, সুন্দর ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় হয় এবং মানুষ যদি ভোট দিতে পারে, তাহলে বিএনপি আবারো ক্ষমতায় আসবে সেটা এক প্রকার নিশ্চিত। কারণ বর্তমান সময়ে বিএনপি দেশের সর্ববৃহৎ ও সর্বোচ্চ জনপ্রিয় রাজনৈতিক দল। বিএনপি সরকার গঠন করলে দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সাথে নিয়ে একটি ঐক্যবদ্ধ নতুন বাংলাদেশ বিনির্মাণ করবে।
বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্য করে ডা. শাহাদাত হোসেন বলেন, বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র থেমে নেই। গত ১৬টি বছর ফ্যাসিস্ট সরকার কর্তৃক নির্মম অত্যাচার, নির্যাতন, জেল জুলুমের পরেও বিএনপির নেতাকর্মীদের মধ্যে যে ঐক্য ছিল ঠিক তেমনি এ দেশকে রক্ষা করতে বিএনপির সমস্ত নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। সুবিধাবাদীরা সবসময় ছিল আছে এবং থাকবে। সুবিধাভোগীদের বিরুদ্ধে ত্যাগী নেতাকর্মীদের মাথা উঁচু করে দাঁড়াতে হবে। এই শিক্ষাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দিয়েছেন।
দুর্নীতি, গণতন্ত্র, আইনের শাসন, মৌলিক অধিকার, মানবাধিকার ও ভোটের অধিকার ফিরিয়ে আনতে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন ডা. শাহাদাত হোসেন।
অনুষ্ঠানে শফিকুল ইসলাম রাহীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ আবু সুফিয়ান, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম, সাবেক যুগ্ম আহ্বায়ক আলহাজ লেয়াকত আলী চেয়ারম্যান প্রমুখ।
পূর্বকোণ/মুন্না/জেইউ/পারভেজ