চট্টগ্রাম শনিবার, ২১ জুন, ২০২৫

সর্বশেষ:

সীতাকুণ্ডে গাড়িচাপায় হিজড়ার মৃত্যু, আহত ১
ফাইল ছবি

পেকুয়ায় ইঁদুরনাশক ওষুধ খেয়ে কিশোরের মৃত্যু

পেকুয়া সংবাদদাতা

১০ জুন, ২০২৫ | ৮:৩৮ অপরাহ্ণ

কক্সবাজারের পেকুয়ায় ইঁদুরনাশক ওষুধ খেয়ে সোহেল (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (১০ জুন) ভোর ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে মারা যায় সোহেল।

 

পেশায় দিনমজুর নিহত সোহেল ওই উপজেলার সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বটতলিয়া পাড়ার মো. কালুর ছেলে।

 

স্থানীয় ইউপি সদস্য নুরুল আজিম বলেন, সোমবার রাত ৯টার দিকে ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট খেয়ে অচেতন হয়ে পড়ে সোহেল। তার মুখ দিয়ে গন্ধ আসছিল। সোহেলকে তার স্বজনরা দ্রুত পেকুয়া নুর হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে রাতেই চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়।

পরে আজ মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় সেখানে সে মারা গেছে।

 

পেকুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজিবুর রহমান বলেন, রাতে মুমূর্ষু অবস্থায় একজনকে হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা নিরীক্ষা করে জানতে পেরেছি ইঁদুরনাশক ট্যাবলেট খেয়েছে। এ ধরনের ট্যাবলেটে মারাত্মক মৃত্যু ঝুঁকি থাকে। তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

 

আজ মঙ্গলবার রাত ৯টায় নিহত সোহেলের জানাজা হওয়ার কথা রয়েছে।

 

 

পূর্বকোণ/এমরান/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট