কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে ঘুরতে গিয়ে নিখোঁজ শফর আলী (১২) নামে এক রোহিঙ্গা শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শিশুটি বালুখালীর ক্যাম্প-৯ এর সি-১৫ ব্লকের বাসিন্দা রুহুল আমিনের ছেলে।
মঙ্গলবার (১০ জুন) সকাল ১০টার দিকে উখিয়ার সোনারপাড়ার রেজুখালের মোহনা থেকে তার লাশ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) দুর্জয় সরকার।
নিহত শিশুর পরিবার জানায়, গতকাল সোমবার সকালে বন্ধুদের সাথে ইনানী বিচে ঘুরতে গিয়েছিল শফর আলী। সমুদ্র সৈকতে বন্ধুদের সাথে গোসল করার সময় সাগরের প্রবল স্রোতে ভেসে যায়। এরপর স্থানীয় বাসিন্দারা ও তার পরিবারের সদস্যরা মিলে সৈকতের বিভিন্ন পয়েন্টে ব্যাপক খোঁজাখুঁজি করেও শফর আলীর কোনো সন্ধান পাননি।
নিহত শিশুর মা আনোয়ারা বেগম আহাজারি করে বলেন, সৈকতে ঘুরতে যাবে বলে গতকাল সকালে বাড়ি থেকে বের হয়েছিল শফর আলী। পরে বন্ধুদের মাধ্যমে খবর পাই সে গোসল করতে গিয়ে সাগরে ভেসে গেছে। এরপর তাকে খুঁজে কোথাও না পেয়ে দিশেহারা হয়ে যাই। সকালেই খবর আসে তার মরদেহ ভেসে আসার।
খবর পেয়ে পরিবার ও পুলিশের সদস্যরা মিলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শফর আলীর মরদেহ উদ্ধার করেন।
ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক দুর্জয় সরকার বলেন, আইনানুগ প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
পূর্বকোণ/এরফান/জেইউ/পারভেজ