চট্টগ্রাম শনিবার, ২১ জুন, ২০২৫

সর্বশেষ:

নাইক্ষ্যংছড়িতে বিশিষ্টজনদের সাথে জামায়াতের এমপি প্রার্থীর মতবিনিময়
মতবিনিময় সভায় বান্দরবানের সম্ভাব্য জামায়াত প্রার্থী এডভোকেট মুহাম্মদ আবুল কালাম

নাইক্ষ্যংছড়িতে বিশিষ্টজনদের সাথে জামায়াত এমপি প্রার্থীর মতবিনিময়

নাইক্ষ্যংছড়ি সংবাদদাতা

১০ জুন, ২০২৫ | ১১:১৩ অপরাহ্ণ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বিশিষ্টজনদের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক মনোনীত বান্দরবান-৩০০ আসন থেকে সম্ভাব্য এমপি প্রার্থী ও বান্দরবান জেলা জজকোর্টের আইনজীবী এডভোকেট মুহাম্মদ আবুল কালাম।

 

মঙ্গলবার (১০ জুন) দুপুরে নাইক্ষ্যংছড়ি হাজী এম এ কালাম সরকারি ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

 

নাইক্ষ্যংছড়ি উপজেলা জামায়াতের আমির মাওলানা ওমর ফারুক সিরাজীর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বান্দরবান জেলা জামায়াতের আমির মাওলানা আবদুচ সালাম আজাদ।

 

মতবিনিময় সভায় সম্ভাব্য জামায়াত প্রার্থী এডভোকেট মুহাম্মদ আবুল কালাম বলেন, আমি আপনাদের ভাই। সাধারণ পরিবারে জন্ম আমার। সাধারণ মানুষের দুঃখ এবং চাহিদা কি, এসব আমি বুঝি। এসব আমার জানা আছে। জামায়াতে ইসলামী আশা করে আগামী সংসদ নির্বাচন হবে একেবারে স্বচ্ছ এবং ফেয়ার। আপনাদের ভোটে জামায়াতে ইসলামী রাষ্ট্র ক্ষমতায় গেলে বৈষম্যহীন রাষ্ট্র গঠন করা হবে। কারণ জামায়াতে ইসলামী আল্লাহর দ্বীন কায়েমের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করতে চায়।

 

সভায় বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুল আওয়াল, এডভোকেট ইব্রাহিম মুজাহিদ, উপজেলা জামায়াতের সাবেক সভাপতি মুহাম্মদ রফিক আহাম্মেদ, উপজেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ আবু নাসের, নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সাবেক ছাত্রনেতা মুহাম্মদ রফিক বশরী, উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি হাফেজ মুহাম্মদ মুতাহারুল হক, সাবেক সেক্রেটারি সাংবাদিক মাহমুদুল হক বাহাদুর, উপজেলা পেশাজীবী ফোরামের সভাপতি আবু সুলতান, ব্যবসায়ী ফোরামের সভাপতি মুহাম্মদ জাকের আহম্মেদ ও নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি মুহাম্মদ আব্দুল গফুর।

 

বিশিষ্টজনদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট আলেমে দ্বীন মুহাম্মদ জালাল উদ্দীন ফারুকী, আজিজুল হক মেম্বার, নাইক্ষ্যংছড়ি হরি মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মতিলাল সুত্র ধর প্রমুখ।

 

পূর্বকোণ/শামীম/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট