চট্টগ্রাম শনিবার, ২১ জুন, ২০২৫

সর্বশেষ:

বাঁশখালীতে দেড় হাজার ‘চারা রোপন ক্যাম্পেইন’
চারা বিতরণের মাধ্যমে ক্যাম্পেইনের কার্যক্রম শুরু

বাঁশখালীতে দেড় হাজার ‘চারা রোপন ক্যাম্পেইন’

বিজ্ঞপ্তি

১০ জুন, ২০২৫ | ১১:৩৮ অপরাহ্ণ

বাঁশখালী স্টুডেন্ট’স ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে দেড় হাজার ‘চারা রোপন ক্যাম্পেইন’ উদ্বোধন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের প্রসিকিউটর তারেক আব্দুল্লাহ।

 

ফাউন্ডেশনের উপদেষ্টা এডভোকেট জাকের উল্লাহর সভাপতিত্বে প্রোগ্রাম সঞ্চালনা করেন কার্যকরী পরিষদ সদস্য রুয়েটের মেধাবী ছাত্র মাঈন উদ্দীন৷

 

পৌরসভার রংগিয়াঘোনা মনছুরিয়া ফাযিল মাদরাসার হলরুমে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের প্রসিকিউটর তারেক আব্দুল্লাহ।

 

বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ রোপণের গুরুত্ব তুলে ধরেন এবং ফাউন্ডেশনের উদ্যোগকে স্বাগত জানান। বাঁশখালীর বিভিন্ন ইউনিয়নের প্রতিনিধির হাতে চারা বিতরণের মাধ্যমে ক্যাম্পেইনের কার্যক্রম শুরু করেন অতিথিবৃন্দ।

 

প্রোগ্রামে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সংগঠক ও সমাজসেবক হামেদ হাসান ইলাহী, ফাউন্ডেশনের কার্যকরী পরিষদ সদস্য ভূমি কর্মকর্তা মিজানুল কবির, কাশেম সিকদার, আনিসুর রায়হান, সাইফুল আজম ও মুবিনুল হক।

 

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আবরার হাসান রিয়াদের সমাপনী বক্তব্যের মাধ্যমে প্রোগ্রামের কার্যক্রম সমাপ্ত হয়।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট