চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার রোসাংগিরী ইউনিয়নের তেলপারই খালে পাওয়া গেছে দুই হাজারেরও বেশি গরুর চামড়া।
মঙ্গলবার (১০ জুন) সকালে এসব চামড়ার দুর্গন্ধের বিষয়টি সকলের নজর কাড়ে।
স্থানীয় বাসিন্দারা পঁচা দুর্গন্ধের বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী অফিসারকে জানালে তিনি চামড়াগুলো অপসারণের ব্যবস্থা করেন।
ধারণা করা হচ্ছে- উপযুক্ত দাম না পাওয়ায় ব্যবসায়ীরা এসব পশুর চামড়া খালে ফেলে দিয়েছে। সকাল থেকে এসব চামড়া খাল থেকে তুলে মাটিতে পুঁতে ফেলা হচ্ছে। তবে এ কাজে শ্রমিক সংকটে পড়তে হয়েছে উপজেলা প্রশাসনকে।
ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী জানান, খবর পেয়ে আমরা স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তায় শ্রমিক নিয়োগ করে পঁচা ও দুর্গন্ধযুক্ত চামড়াগুলো অপসারণের ব্যবস্থা করেছি। এতে মারাত্মকভাবে পরিবেশ দূষিত হয়েছে। পঁচা দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে চারিদিকে। এছাড়া যে খালে চামড়া ফেলা হয়েছে সেটি হালদা নদীর একটি শাখা খাল হওয়ায় এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীও হুমকির মধ্যে পড়েছে। এ ব্যাপারে ফটিকছড়ি থানায় পরিবেশ আইনে একটি মামলা হয়েছে। অপরাধীদের খুঁজে বের করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।
এদিকে, পরিবেশ ও মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা সকালে স্থানটি পরিদর্শন করেছেন।
পূর্বকোণ/পিআর/এএইচ