চট্টগ্রাম মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

খাগড়াছড়িতে মাহিন্দ্রা গাড়ি উল্টে নারীর মৃত্যু

খাগড়াছড়িতে মাহিন্দ্রা গাড়ি উল্টে নারীর মৃত্যু

খাগড়াছড়ি সংবাদদাতা

১০ জুন, ২০২৫ | ৪:২৪ অপরাহ্ণ

খাগড়াছড়ির মাটিরঙ্গায় মাহিন্দ্রা গাড়ি উল্টে প্রমিলা ত্রিপুরা (৪৭) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।

 

মঙ্গলবার (১০ জুন) দুপুরে মাটিরাঙ্গার তবলছড়ি বিরাশিটিলা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত প্রমিলা ত্রিপুরা মাইছছড়ির সাথী পাড়া এলাকার মৃত জন্মজয় ত্রিপুরার স্ত্রী। 

স্থানীয়রা জানায়, নিহত পরমিলা ত্রিপুরা ডাকবাংলার শ্বশুর বাড়িতে যাচ্ছিলেন। নিয়ন্ত্রণ রাখতে না পেরে তাদের বহন করা মাহিন্দ্রা গাড়ি উল্টে সড়কের পাশে পরে যায়। এতে ঘটনাস্থলে পরমিলা ত্রিপুরার মৃত্যু হয়। এই ঘটনায় ৩ জন আহত হয়েছে। এর মধ্যে দুইজনের অবস্থা গুরুতর। আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর চালক পলাতক রয়েছে।

 

মাটিরাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌফিকুর রহমান বলেন, যারা গাড়িতে ছিলেন তারা সবাই একই পরিবারের। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের মরদেহ সুরতহাল করা হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়িটি জব্দ করা হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট