চট্টগ্রাম শনিবার, ২১ জুন, ২০২৫

রাঙ্গুনিয়া নদীতে নিখোঁজ দুই শিশুর মধ্যে একজনের মরদেহ উদ্ধার

রাঙ্গুনিয়ায় নদীতে গোসলে নেমে ২ শিশু নিখোঁজ, একজনের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

১০ জুন, ২০২৫ | ৪:২৬ অপরাহ্ণ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে দুই শিশু নিখোঁজ হয়েছে। এদের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১০ জুন) দুপুর ১২টায় চন্দ্রঘোনা ফেরিঘাট এলাকায় নিখোঁজ ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

জানা গেছে, উপজেলার কোদালার রাইখালীর মো. আব্দুল গনির বাড়িতে নগরীর ষোলশহর এলাকায় বসবাসকারী তার মেয়ের পরিবার ও তার প্রতিবেশী একটি পরিবারসহ মোট ছয় জন সদস্য ঈদে বেড়াতে আসেন। মঙ্গলবার সকালে কোদালা সুলতানিয়া মাদ্রাসা সংলগ্ন ঘাটে আব্দুল গনির নাতি মোহাম্মদ ইমন (৬) ও বেড়াতে আসা আট বছরের মেয়ে শিশু নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়। পরে দুপুর ১২টার দিকে ওই মেয়ের মরদেহ পাওয়া যায় চন্দ্রঘোনা ফেরিঘাট এলাকায়। তবে এখনো নিখোঁজ রয়েছে ইমন।

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান কামাল জানান, দুপুরে জোয়ারের পানিতে ভেসে যাওয়ার সময় স্থানীয়রা দেখে থানায় খবর দিলে মরদেহটি উদ্ধার করা হয়। পরে জানতে পারি আরও একশিশু নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারের চেষ্টা চলছে।

উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা সাসুই মং মারমা বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে আসি। কিশোরীর মরদেহ উদ্ধার হয়েছে। তবে শিশু ইমনকে উদ্ধারের চেষ্টা চলছে। আগ্রাবাদ থেকে ডুবুরি টিম আনা হচ্ছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট