চট্টগ্রাম রবিবার, ১৫ জুন, ২০২৫

সর্বশেষ:

হাটহাজারীতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়ল বসতঘর

হাটহাজারীতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়ল বসতঘর

হাটহাজারী সংবাদদাতা

১০ জুন, ২০২৫ | ৩:৫৭ অপরাহ্ণ

চট্টগ্রামের হাটহাজারীতে আগুন লেগে মো. ইউছুফ নামে এক ব্যক্তির একটি ছয়কক্ষ বিশিষ্ট বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (৯ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পূর্ব গুমানমর্দ্দণ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডস্থ মনির আহামদ মিস্ত্রির বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

 

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে ফায়ার সার্ভিস নিশ্চিত করেছেন।

 

জানা যায়, গতকাল দিবাগত রাতে ইউছুফের বাড়িতে আগুনের সূত্রপাত হলে মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে। এসময় স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। তবে হাটহাজারী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছার আগেই ইউছুফের ছয় কক্ষ বিশিষ্ট কাঁচা বসতঘর, ঘরে রক্ষিত যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় অন্তত আনুমানিক ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবার।

 

এদিকে হাটহাজারী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে ২০ কেজি চাউল, দুই বান্ডিল ঢেউটিন এবং নগদ ৬ হাজার টাকার চেক প্রদান করেছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদ ।

 

হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবদুল মান্নান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় ফায়ারকর্মীরা আগুন নিযন্ত্রণে আনতে সক্ষম হয়।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট