কক্সবাজারের রামু উপজেলায় কোরবানির গরু কিনে ফেরার সময় ডাকাতের ছুরিকাঘাতে পারভেজ নামে এক কিশোর নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন ফোরকান ও আহমদ হোসেন নামে দুই ব্যক্তি।
জানা গেছে, নিহত পারভেজ একই ইউনিয়নের ফুলনিরচর এলাকার আব্দুর রহিমের ছেলে। এছাড়াও এসময় ছুরিকাঘাতে আহত হয়েছে দক্ষিণ চাকমারকুল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আলী হোসেন শিকদার পাড়া এলাকার আহমদ হোসেনের ছেলে ফোরকান ও একই এলাকার আহমদ হোসেন।
মঙ্গলবার (৩ জুন) দিবাগত রাত ১ টার দিকে জেলার উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের ফরেস্ট অফিস এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৈয়বুর রহমান।
তিনি জানান, গর্জনিয়া বাজার থেকে গরু নিয়ে ফরেস্ট অফিস এলাকায় আসলে পেছন থেকে তাদের উপর আক্রমণ করে ডাকাত দল। এসময় ডাকাতদলের একজনকে ধরে ফেলা হয়। পরে আটক ব্যক্তিকে ছাড়িয়ে নিতে পেছন থেকে ধারালো দা ছুরি দিয়ে হামলা করে ডাকাত দল। এসময় পারভেজ গুরুতর আহত হলে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। ডাকাতদের ধরতে অভিযান অব্যাহত আছে।
পূর্বকোণ/পিআর/এএইচ