চট্টগ্রাম সোমবার, ১৬ জুন, ২০২৫

দুবাইয়ে বন্ধুর রডের আঘাতে আহত মহেশখালীর তরুণ বেঁচে আছেন
মোহাম্মদ আরিফ (২৬)

দুবাইতে তুচ্ছ ঘটনায় বন্ধুর রডের আঘাতে মহেশখালীর আরিফের মৃত্যু

মহেশখালী সংবাদদাতা

২ জুন, ২০২৫ | ১১:৫৪ অপরাহ্ণ

আরব আমিরাতের দুবাইতে এক ফ্যাক্টরিতে কর্মরত মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের দেবাঙ্গাপাড়া গ্রামের  বাসিন্দা মোহাম্মদ আরিফ (২৬) নামের এক প্রবাসী বাংলাদেশি রুমমেটের (বন্ধ) রডের আঘাতে নিহত হয়েছেন। 

 

সোমবার (২ জুন) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করে মৃত্যুর কোলে ঢলে পড়েন। হামলাকারী ব্যক্তি একই উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের বাসিন্দা বলে নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে।  তার মৃত্যুর খবরটি রাত ১০ টার দিকে নিজ এলাকায় পৌছলে চারদিকে শোকের ছায়া নেমে আসে। 

 

জানা যায়, নিহত মো. আরিফ পরিবারের আর্থিক অনটনের দূর করতে দুই মাস আগে জীবিকার সন্ধানে টাকা ধার করে পাড়ি জমিয়েছিলেন প্রবাসে। দুবাইতে এক ফ্যাক্টরিতে কর্মরত ছিলেন তিনি। কিছুদিন আগে তার রুমমেটের সাথে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। পরে সেই রুমমেট পিছন থেকে ধারালো রড দিয়ে তাকে আঘাত করলে তিনি গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে অন্য রুমমেটরা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান।

 

মৃত্যুর বিষয়টি তার পারিবারিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে। তার মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেকে শোক প্রকাশ করেছেন। 

 

পূর্বকোণ/হোবাইব/ আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট