চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের মোহাম্মদপুর এলাকার রিজুয়ান মুন্সির হাটের পাশে শতবর্ষী একটি পুকুর ভরাটের অভিযোগে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (১ জুন) বিকেলে উপজেলার মোহাম্মদপুর এলাকায় এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা।
জানা যায়, উপজেলার বৈরাগ ইউনিয়নের মোহাম্মদপুর এলাকার রিজুয়ান মুন্সির হাটের পাশে সরকারি ১ নম্বর খাস খতিয়ানভুক্ত জমির উপর শতবর্ষী একটি পুকুর এক ব্যক্তি দীর্ঘদিন ধরে পুকুরটি বালু দিয়ে ভরাট করে স্থাপনা নির্মাণের চেষ্টা করছে।
এর আগে, পুকুর ভরাট বন্ধ করতে গত ২০২৪ সালের অক্টোবরে চট্টগ্রাম জেলা প্রশাসক ও পরিবেশ অধিদপ্তর বরাবর অভিযোগ করেন স্থানীয় ইকবাল হায়দার চৌধুরী। রবিবার আবারো ওই পুকুরে বালু দিয়ে ভরাট করার কাজ শুরু করেন। পরে পেয়ে ঘটনাস্থলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরিদর্শনে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আবদুল মোনাফ নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা বলেন, এক ব্যক্তি বালু ফেলে সরকারি পুকুর ভরাট করছে এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। ওই সময় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এই ধরনের কাজ থেকে বিরত থাকতে সতর্ক করা হয়। পুকুরটিতে সরকারি খাস ও কিছু ব্যক্তিমালিকানাধীন জমি রয়েছে। বিষয়টি সার্ভে করার পর বের হবে।
পূর্বকোণ/সুমন/জেইউ/পারভেজ