কক্সবাজারের চকরিয়ায় চাঞ্চল্যকর হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক একজন আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৫।
শনিবার (৩১ মে) রাতে চকরিয়ার খুটাখালী ফুলছড়ি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নুরুল আমিন প্রকাশ কালাইয়া (৫০) চকরিয়ার খুটাখালী ফুলছড়ির কবির আহমেদের ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, জমির সীমানা বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিরোধের একপর্যায়ে আসামি পক্ষ থেকে আরো ৫-৭ জন দেশীয় অস্ত্র দিয়ে ভিকটিমকে গুরুতর জখম করে হত্যা করেন। এ ঘটনায় চকরিয়া থানার মামলা করা হয়। মামলা রুজু হওয়ার পর আসামি আত্মগোপনে চলে যায়। এ ঘটনায় আদালত আসামিকে যাবজ্জীবন সাজা প্রদান করে।
র্যাব-১৫ কক্সবাজারের সদর কোম্পানির আভিযানিক দল গোপন সংবাদে চকরিয়ার খুটাখালী ফুলছড়ি এলাকায় গতকাল (৩১ মে) শনিবার রাতে বিশেষ অভিযান পরিচালনা করে উক্ত হত্যা মামলায় দীর্ঘদিন আত্মগোপনে থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি নুরুল আমিন প্রকাশ কালাইয়াকে সাজা ওয়ারেন্ট মূলে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণে চাকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, র্যাব আসামিকে হস্তান্তরের পর তাকে আদালতে তোলা হয়। আদালত জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
পূর্বকোণ/এমরান/জেইউ/পারভেজ