কক্সবাজারের কুতুবদিয়ায় জীবিত এক নবজাতক ছেলে শিশু উদ্ধার করা হয়েছে। আজ রবিবার (১ জুন) উপজেলার দক্ষিণ ধুরুং ইউনিয়নের দক্ষিণ-পূর্ব আলী ফকির ডেইল এলাকায় সড়ক ঘেঁষা কবরস্থানের পাশে পরিত্যক্ত লবণের মাঠ থেকে শিশুটি উদ্ধার করা হয়।
উদ্ধারের সময় শিশুটি আনুমানিক ২-৩ আগে ভূমিষ্ঠ হয়েছে বলে ধারণা করেছেন চিকিৎসকরা।
আলী ফকির ডেইল কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) আবুল হাসনাত পূর্বকোণকে বলেন, রবিবার দুপুর ১২টার দিকে দ্রুতগামী একটি অটোরিকশা ওই কবরস্থানের কাছাকাছি যাওয়ার পর রিকশা থেকে কি যেন ফেলে দেয়া হয়।
সন্দেহের জেরে স্থানীয় হারুনসহ আরো কয়েকজন লোক ঠিক ওই স্থানে গিয়ে নবজাতক শিশুটির কান্নার আওয়াজ শুনতে পান। পরে স্থানীয় নুরুল ইসলাম নামে এক ব্যবসায়ীর মা দ্রুত ওই শিশুটি উদ্ধারপূর্বক হাসপাতালে নিয়ে যান।
কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, নাকে-মুখে কাদা, বালি মাখা একটি অজ্ঞাত ছেলে শিশু হাসপাতালে আনা হয়। বর্তমানে শিশুটি চিকিৎসাধীন অবস্থায় সুস্থ আছে।
পূর্বকোণ/সুজন/জেইউ/পারভেজ