চট্টগ্রামের পটিয়ায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে আব্দুল গফুর (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রবিবার (১ জুন) দুপুর সাড়ে ১২টায় উপজেলার শোভনদন্ডী ইউনিয়নের রশিদাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত গফুর ওই এলাকার ফৌজদার বাড়ির আব্দুল হাকিমের ছেলে।
নিহতের প্রতিবেশী আবুল হাসনাত ফিরোজ জানান, আবদুল গফুর পেশায় কৃষক। রবিবার সকালে বাড়ির অদূরে বিলের পানিতে জাল পেতে মাছ ধরতে যান তিনি। মাছ ধরার সময় হঠাৎ বজ্রপাতে আহত হয়ে কোমর সমান পানিতে ভেসে উঠে। এর কিছুক্ষণ পর প্রতিবেশীরা সেখানে গিয়ে তাকে মুমূর্ষু অবস্থায় দেখতে পান। এসময় দ্রুত তাকে উদ্ধার করে স্বজনেরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে জানতে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নুরকে ফোন করা হলে তিনি মিটিংয়ে ব্যস্ত আছেন বলে জানান।
পূর্বকোণ/পিআর/এএইচ