টেকনাফের শাহপরীরদ্বীপ থেকে ৫০ হাজার ইয়াবাসহ ৭ জনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, বুধবার রাত ২টায় টেকনাফ থানাধীন ময়দানের ঘোলা সংলগ্ন সমুদ্র এলাকায় একটি ইঞ্জিনচালিত কাঠের বোট ধাওয়া করে আটক করা হয়। পরে ওই বোটে থাকা ৭ জন মাদক পাচারকারীকে আটক করা হয়। এ সময় বোটটিতে পাওয়া যায় ৫০ হাজার ইয়াবা।
আটককৃতরা হলেন- মোহাম্মদ ফারুক (২০), ওমর ফারুক (২৭), আরাফাত উল্লাহ (২৬), মোহাম্মদ আনিস (২৩), ফয়াজ উল্লাহ (২৭), মোহাম্মদ রফিক (২৬) ও আসাদ উল্লাহ (২২)। সকলেই টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প-২৬’র বাসিন্দা।
পূর্বকোণ/কাশেম/আরআর/এএইচ