চট্টগ্রাম শুক্রবার, ২১ মার্চ, ২০২৫

সর্বশেষ:

কর্ণফুলীতে নকল সয়াবিন তেলের কারখানার সন্ধান

কর্ণফুলী সংবাদদাতা

২ মার্চ, ২০২৫ | ১০:২৬ অপরাহ্ণ

চট্টগ্রামের কর্ণফুলীতে শিকলবাহা পাইপেরগোড়া এলাকায় নামিদামি ব্র্যান্ডের মোড়ক নকল করে অনুমোদনহীনভাবে বোতলজাত করার সময় অভিযান চালিয়ে ৪ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

 

রবিবার (২ মার্চ) বিকেলে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়া ত্রিপুরা। এ সময় তিনি অবৈধ তেলগুলো স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় রাখেন। একটি চক্র সয়াবিন তেলের প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠানের মোড়ক নকল করে বাজারজাত করে আসছিল। অভিযান শেষে কারখানাটি বন্ধ করে দেয় ভ্রাম্যমাণ আদালত।

 

এর আগে, কর্ণফুলীর ব্রিজঘাট বাজার এলাকায় রমজান উপলক্ষে বাজার মনিটরিং অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) রয়া ত্রিপুরা।

 

এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, মূল্য তালিকা না টাঙানো এবং অতিরিক্ত দামে লেবু, সবজি ও ফলমূল বিক্রির অপরাধে একাধিক ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় ৪টি মামলা দায়ের করা হয় এবং মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

 

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়া ত্রিপুরা জানান, জনস্বার্থে বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে এবং কোনো অনিয়ম সহ্য করা হবে না।

 

 

পূর্বকোণ/নয়ন/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট