ফটিকছড়ি থানা জামায়াতের উদ্যোগে মাহে রমজানকে স্বাগত জানিয়ে মিছিল অনুষ্ঠিত।
আজ জুমাবার বাদে আছর ফটিকছড়ি বাস স্টেশন থেকে শুরু হয়ে মিছিল বাজার প্রদক্ষিণ করে স্টেশন চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফটিকছড়ি থানা আমীর নাজিম উদ্দীন ইমু, চট্টগ্রাম উত্তর জেলার সহকারী অফিস সেক্রেটারি এজাহারুল ইসলাম, ফটিকছড়ি থানা নায়েবে আমীর এডভোকেট ইসমাইল হোসেন, থানা সেক্রেটারি ইউসুফ বিন সিরাজ প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন মাহে রমজানের পবিত্রতা রক্ষা, দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা, অশ্লীলতা-বেহায়াপনা বন্ধসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হবে। পবিত্র রমজান সামনে রেখে দ্রব্যমূল্য আবারও দফায় দফায় বৃদ্ধি পাচ্ছে। ফ্যাসিবাদের দোসররা সিন্ডিকেটের মাধ্যমে নিত্যপণ্যের দাম বাড়িয়ে জনগণের পকেট কাটতে ব্যস্ত রয়েছে। সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে সেহরি ও ইফতার করতে পারে, সেজন্য প্রয়োজনে সরকারের পক্ষ থেকে ভর্তুকি দিয়ে হলেও রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হবে।
পূর্বকোণ/জেইউ/পারভেজ/পারভেজ