চট্টগ্রামের বাঁশখালীতে নাশকতা মামলার আসামি মারুফুল হাসান আদিলকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে চাম্বল দুই নম্বর ওয়ার্ড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মারুফুল হাসান আদিল চাম্বল দুই নম্বর ওয়ার্ডের আব্দুল মান্নানের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম। তিনি বলেন,পশ্চিম চাম্বল এলাকায় অভিযান পরিচালনা করে নাশকতা মামলার পলাতক আসামি মারুফুল হাসান আদিলকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে শনিবার (৮ ফেব্রুয়ারি) আদালতে সোপর্দ করা হয়েছে।
পূর্বকোণ/পিআর