চট্টগ্রাম রবিবার, ১৬ মার্চ, ২০২৫

সর্বশেষ:

সীতাকুণ্ডে ডিসি পার্কে পরিবহন শ্রমিকদের তাণ্ডবের সুযোগ নেয় মাদক ব্যবসায়ীরা

সৌমিত্র চক্রবর্তী, সীতাকুণ্ড

৬ ফেব্রুয়ারি, ২০২৫ | ১১:৪৭ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডের ফৌজদারহাটস্থ ডিসি পার্কে ফুল উৎসবে পরিবহন শ্রমিকদের ব্যাপক তাণ্ডবের সুযোগ নিয়েছে আশপাশের মাদক ব্যবসায়ী ও কিছু সুযোগ সন্ধানী মানুষও। পার্কটিকে কেন্দ্র করে প্রশাসনের তৎপরতায় মাদক ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার পাশাপাশি পার্কের বাইরের বেশ কিছু ক্ষুদ্র দোকানির ব্যবসায় মন্দা শুরু হওয়ায় ক্ষুব্ধ ছিলেন তারা। ফলে পরিবহন চালকদের সাথে যোগ দিয়ে তারাও ভাঙচুর চালায় বলে জানা গেছে।

 

অনুসন্ধানে জানা যায়, ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসবকে ঘিরে প্রশাসনের সর্বোচ্চ তৎপরতার কারণে একপর্যায়ে নির্জন সাগর পাড় থাকা ঐ এলাকার মাদক ব্যবসায়ীরা খুব ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন। একইভাবে গোটা একটি মাস চট্টগ্রামের বিনোদন প্রিয় মানুষ দলে দলে ফুল উৎসবে যোগ দেয়ায় পার্ক অভ্যন্তরের দোকানিদের ব্যবসা ভালো চললেও পার্কের আশপাশের বেড়িবাঁধের কয়েক কিলোমিটার এলাকায় গড়ে উঠা অন্যান্য ক্ষুদ্র দোকানিদের ব্যবসায় মন্দা দেখা দেয়। ফলে তাদের মনে অসন্তোষ দানা বেঁধেছিলো।

 

এরই মধ্যে গত মঙ্গলবার সন্ধ্যায় পার্কের নিরাপত্তা কর্মীদের সাথে প্রাইম মুভার লরির চালক-হেল্পারদের বাকবিতণ্ডা থেকে হাতাহাতি শুরু হলে তা সংঘর্ষে রুপ নেয়। এতে চালক-পরিবহন শ্রমিকদের পক্ষ নিয়ে যোগ দেয় ঐ এলাকায় দীর্ঘদিন সুবিধাবঞ্চিত মাদক ব্যবসায়ী ও তাদের সাঙ্গপাঙ্গ এবং কতিপয় ক্ষুদ্র দোকানিরা। গতকাল দুপুরে সরেজমিনে সীতাকুণ্ডের ডিসি পার্ক এলাকা ও আশপাশে গিয়ে স্থানীয়দের সাথে কথা বলে এসব তথ্য জানা গেছে।

 

বিএনপির কেন্দ্রিয় নেতা লায়ন আসলাম চৌধুরীর পিএস মঞ্জুরুল আলম বলেন, ডিসি পার্কে পরিবহন শ্রমিকদের তাণ্ডবের খবর পেয়ে আমরা এলাকাবাসীকে অনুরোধ করি পার্কটি রক্ষা করতে এগিয়ে আসার জন্য। মসজিদের মাইকেও ঘোষণা দেয়া হয়। ফলে এলাকার মানুষ ছুটে গিয়ে হামলাকারীদের প্রতিহত করেন।

 

এদিকে চট্টগ্রাম জেলা প্রাইভ মোবার লরি সমবায় সমিতির সাধারণ সম্পাদক আবুল খায়ের বলেন, রাস্তায় গাড়ি দাঁড়ানোকে কেন্দ্র করে ডিসি পার্কে থাকা লোকেরা চালকদের উপর হামলা চালায়। এতে ৬০ থেকে ৭০ জনের অধিক চালককে আহত করা হয়েছে। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও বন্দর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ডিসি পার্কের সামনে পার্কিং এ থাকা দায়িত্বরত লোকেরা এই হামলা চালিয়েছে। তবে পার্কের ভিতরে কোন চালক ঢোকেনি বলে দাবি করেন তিনি।

 

সীতাকুণ্ড থানার ওসি মো. মজিবুর রহমান বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পরিবহন শ্রমিকদের সাথে স্থানীয় এলাকাবাসীর সংঘর্ষ সৃষ্টি হলে পার্কে ব্যাপক ভাঙচুর চালানো হয়। আমরা এবং সেনাবাহিনী সেখানে গিয়ে রাত সাড়ে ১২টা পর্যন্ত থেকে ইটপাটকেল খেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছি।

 

পূর্বকোণ/ইব

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট