চট্টগ্রাম বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

বাঁশখালীতে মোটরসাইকেলের ধাক্কায় একজন নিহত

বাঁশখালী সংবাদদাতা

১৯ নভেম্বর, ২০২৪ | ১:০০ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালীতে মোটরসাইকেলের ধাক্কায় মো. জমির (৫০) নামে একব্যক্তি নিহত হয়েছেন। নিহত জমির পূর্ব বৈলগাঁও এলাকার আমির হোসেনের ছেলে। এ ঘটনায় তৌহিদুল ইসলাম (২০) নামে আরও এক যুবক আহত হয়েছেন। 

 

সোমবার (১৮ নভেম্বর) রাত ৮ টার দিকে উপজেলার সাধনপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পূর্ব বৈলগাঁও দমদমা দীঘিরপাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

 

স্থানীয়রা জানান, রাস্তা পার হতে গিয়ে একটি মোটরসাইকেলের ধাক্কায় জমির ও তৌহিদুল গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যায়। আজ মঙ্গলবার ভোরে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জমিরের মৃত্যু হয়।  

 

বিষয়টি নিশ্চিত করে বাঁশখালীর রামদাস মুন্সি হাট পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক তপন কুমার বাগচী জানান, নিহতের পরিবারের সম্মতিতে বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তর চেয়ে বাঁশখালী থানা থেকে পাঁচলাইশ থানা বরাবর একটি লিখিত তদন্ত প্রতিবেদন পাঠানো হয়েছে।

 

উল্লেখ্য, গতকাল সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার সাধনপুর ইউনিয়নের বাণীগ্রাম বণিকপাড়া টেক এলাকায় পিএবি সড়কে প্রেমবাজার অভিমুখী দ্রুতগামী একটি বাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে অবিনাশ ধর (৭৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। 

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট