চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫

লক্ষ্মীছড়িতে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ

লক্ষ্মীছড়ি সংবাদদাতা

২৬ আগস্ট, ২০২৪ | ৮:০৭ অপরাহ্ণ

খাগড়াছড়ি জেলার লক্ষীছড়ি উপজেলায় অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত জনসাধারণের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

 

সোমবার (২৬ আগস্ট) লক্ষীছড়ি সদর ইউনিয়নের যতীন্দ্র কারবারিপাড়া এলাকায় ৩০টি পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণের মাধ্যমে ত্রাণ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন খাগড়াছড়ি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রোজলিন শহীদ চৌধুরী।

 

এছাড়াও জেলা প্রশাসকের নির্দেশে ইতিপূর্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ১৬০টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন।

 

লক্ষ্মীছড়ি উপজেলার ৩টি ইউনিয়নেই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়া। বর্মাছড়িতে ৫ মেট্রিক টন, দুল্যাতলীতে ৫ মেট্রিক টন এবং লক্ষীছড়ি সদরে ৮ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে বলে জানা গেছে।

 

ত্রাণ বিতরণকালে সহকারী কমিশনার (ভূমি) ছেনমং রাখাইন, লক্ষ্মীছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসাইন, উপজেলা বিএনপির সভাপতি মো. ফোরকান হাওলাদার, উপজেলা নাগরিক নিরাপত্তা কমিটির আহবায়ক সাবেক ভাইস চেয়ারম্যান অংগ্য প্রু মারমা, ইউপি চেয়ারম্যান প্রবিল কুমার চাকমাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

 

 

পূর্বকোণ/মোবারক/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট